অত্র ইউনিয়নটি পদ্মা নদী বেষ্টিত একটি ইউনিয়ন। যে নদীই একমাত্র জলপথে যোগাযোগের একমাত্র ব্যবস্থা। দিঘীরপাড় বাজার বন্দরের সাথে বিভিন্ন এলাকার যোগাযোগ হওয়ার একমাত্র জলপথ এই পদ্মা নদী। এই নদীতে মাছ ধরে অনেক জেলেরা জীবীকা নির্বাহ করে থাকে। পদ্মার ইলিশ অত্যন্ত বিখ্যাত। প্রতিদিন পদ্মার পানিতে অনেক লোক গোসল করে। বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষ্যে পর্যটকরা পদ্মা নদীতে নৌকা/ট্রলার ভ্রমনে বেড়াতে আসে। পড়ন্ত বিকেলের সুর্যাস্তের দৃশ্য ও নির্মল বাতাসে প্রতিদিনই এলাকা এবং এলাকার বাইরের অনেক লোক সারাদিনের ক্লান্তি কাটাতে ঘুরতে আসে।
আর খাল বলতে ড্রেজিং এর আদলে তেমন কোন খালই এখন আর নেই সব ভরাট হয়ে গেছে। প্রায় .৮ কি.মি দৈর্ঘ্য একটি খাল আছে যা হাইয়ারপাড় গ্রামের খাল নাম পরিচিতি। এই খাল দিয়ে একসময় কামারখাড়া হয়ে টংগীবাড়ী উপজেলায় যাতায়াত রক্ষা করা হতো।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS