বাজার থেকে নৌকায় (গুদারা) পাড় হয়ে ওপার গেলে মাত্র ২ মিনিট পায়ে হেঁটে সামনে বাড়ালেই আপনার সকল ক্লান্তি দূর করে মনকে প্রশান্তি এনে দেবে নয়নাভিরাম চির সবুজের সমারোহ। আছে পায়ে হাঁটার আকাবাকা সরু রাস্তা। বেশির জনগণ পায়ে হেটেই তাদের দৈনন্দিন কাজ করে থাকে। তবে শুকনা মৌসুমে ট্রলার ইঞ্জিন চালিত ট্রলি দিয়ে সাধারণ জনগণ যাতায়াত করে থাকে। আছে মাঝে কিছু শান্ত বাগান যেথাসে ৫মিনিট বসলে আপনার আবার যেতে ইচ্ছে করবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস