Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বাহেরক গ্রামে আশ্রয়ণ প্রকল্প
স্থান
গ্রামঃ বাহেরক, ডাকঘরঃ দিঘীরপাড়, ইউনিয়নঃ দিঘীরপাড়, উপজেলাঃ টংগীবাড়ী, জেলাঃ মুন্সীগঞ্জ
কিভাবে যাওয়া যায়
দিঘীরপাড় ইউনিয়নের প্রাণকেন্দ্র দিঘীরপাড় বাজার থেকে ২ মিনিটের খেয়া পাড় হয়ে গ্রামের আঁকাবাকা পথ দিয়ে হেঁটে হেঁটে ৩০ মিনিট পর আপনি যখন ক্লান্ত হয়ে পড়বেন, ঠিক তখনি আপনি পৌছে যাবে প্রাকৃতিক অপরুপ সুন্দর্যের মাঝখানে খোলা আকাশের নিচে অত্র এলাকার দরিদ্র জনগণের জন্য সরকারের গৃহিত আশ্রয়ন প্রকল্পের বাস্তবায়নকৃত স্থান। সত্যিই আপনার ক্লান্তি কেটে যাবে.........
বিস্তারিত

অত্র ইউনিয়নের দক্ষিণাংশ উত্তাল পদ্মা নদীর বিস্তৃত হওয়ায় এখান মানুষকে অনেকবার ভাঙনের শিকার হতে হয়েছে। ফলে এখান মানুষ জমিজমা, বাড়ি-ঘর সব হারিয়ে নিঃস্ব হয়ে যখন বিভিন্ন এলাকায় বসতি গড়ে তুলছিলেন। সেই পদ্মা নদীর মাঝে আবার চর জাগ্রত হলে সরকার কর্তৃক গৃহিত আশ্রয়ণ প্রকল্পটি দেশের আস্থাভাজন সেনাবাহিনী দ্বারা বাস্তায়ন করা হয়। এবং যথাসময়ে সকলের মাঝে সুষ্ঠ বন্টন করা হয়।