দিঘীরপাড় বাজার থেকে নৌকায় (গুদারা) পাড় হয়ে মাত্র ২ মিনট হাটলেই চোখ জুড়ানো নয়ানভিরাম, সবুজে ঘেরা প্রকৃতির অপরূপ দৃশ্য যা আপনার মনকে মুহুর্তেই ছুয়ে যাবে। হরণ করবে আপনার আনমনা মনকে। আপনার সকল ক্লান্তি, অবসাদ দূর করে প্রশান্তি এনে দি্বে আপনার মনে। নিসন্দেহে সকল দর্শনার্থীদের ভাল লাগবে। চরে কান্দারবাড়ী, বাহেরক, বেহেরপাড়া, সাথকচর, ধানকোড়া, সরিষাবন, রাজাবাড়ির চর ইত্যাদি কয়েকটি সুন্দর গ্রাম রয়েছে। একথায় গ্রাম বলতে যে চিত্রটি আমাদের মনে ফুটে উঠে তারই একটি প্রকৃত আকৃতি যেন ঐ গ্রামগুলোর প্রতিটি দৃশ্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস