ইতিহাস
<p>প্রায় ৮০-৯০ বছরের পুরনো এই শিব মন্দিরটি অত্র ইউনিয়নের দক্ষিণ মূলচর গ্রামের ০২নং ওয়ার্ডের মাঝামাঝি অবস্থানে একটি সুন্দর পুকুর পাড়ে অবস্থিত। এখানে অবাক করার মত একটি বিষয় রয়েছে বাতাস আসলে বট বৃক্ষের পাতাগুলো সুন্দর একটি ছন্দের আওয়াজ তুলে দুলতে থাকে। এবং পুকুরে সব সময়ই জল থাকে। ঐতিহ্যবাহী এই শিব মন্দিরটি দেখাশুনা করে আসছেন প্রায় ১০০ বছর বয়সি শ্রী শ্রী বিনয় চন্দ্র মল্লিক (বিনয় সাধু)। যিনি বিভিন্ন সময়ে এই মন্দিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন। এর মধ্যে চড়ক পূজা (নীল নাচ), শিবরাত্রী অন্যতম। তিনি রোগাক্রান্ত দরিদ্র মানুষদের প্রাকৃতিক ওষধি বৃক্ষের মাধ্যমে প্রস্তুতকৃত বিভিন্ন প্রতিষেধক বিনামূলে দিয়ে থাকেন।</p><p> </p><p>যোগাযোগঃ শ্রী শ্রী বিনয় চন্দ্র সাধু- ০১৯১১৮৮৭৭১৬ (ইউআইএসসি)</p>